বাউল সমিতির সভাপতি গ্রেফতারে বাউল শিল্পীদের মানববন্ধন
dailybangla
22nd Nov 2025 12:05 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ (ছোট আবুল)- এর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বাউল শিল্পী শাহ আলম সরকার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, আকলিমা বেগম, আলমাস সরকার, রফিক সরকার, পাখি সরকার, শিখা বিশ্বাস, সুজন সরকার, শাহীন সরকার, ইয়ামিন সরকার, শান্ত সরকার, আলমগীর সরকার, কামাল জমাদার ও আঃ রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আবুল সরকার মহারাজ বাউল সংগীতের একজন নিবেদিতপ্রাণ শিল্পী। তাঁর গ্রেফতার বাউল সমাজকে হতবাক করেছে। মানববন্ধনে তাঁরা অবিলম্বে আবুল সরকার মহারাজের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিআলো/শিলি



