বাগেরহাটে পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান
মাসুম হাওলাদার, বাগেরহাট: দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা।
গত শুক্রবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন দুর্গামন্দিরে গিয়ে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতবৃন্দসহ পূণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মো. সুজন মোল্লা বলেন, প্রতিটি মানুষের ধর্মীয় উৎসবের অধিকার রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পূজা মন্দিরে পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ, রাহান যোয়ারদার, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সুমন পাইক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ