বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় বাগেরহাট পৌর বিএনপির নিউমার্কেটস্থ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফরমের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মন্টু, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন, জেলা দাস আছে সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাডভোকেট হীরক মিনা, মোবাশ্বের হোসেন মল্লিক রুবেল, শহিদুজ্জামান ভুট্টো, অ্যাড. মহসিন, অ্যাড. ফারুক হোসেন, মো. শাহিন, মনিরুল ইসলাম শাকিল, অ্যাড. জুয়েল, মহিলা দল নেত্রী রোজী ইসলাম, রেহেনা পারভীন সাংবাদিক সোহাগ হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা বাগেরহাট পৌরসভার প্রত্যক ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
বিআলো/তুরাগ