বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মাসুম হাওলাদার, বাগেরহাট : বাগেরহাটে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখা। জেলা প্রশাসনের সহযোগিতায়। সংগঠনটির উদ্যোগে গতকাল সকালে সোনাতলার মোড়ে সংগঠন কার্যালয় চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ তাজবিহা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) মো. শাহিন মোল্লা। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অনারারী ক্যাপ্টেন (অব.) আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী নুরুল ইসলাম, সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব.) মাহফুজুর রহমান বিপ্লব এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. আল মামুন শেখ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় সংগঠনের বিভিন্ন পদবির বহু প্রবীণ অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



