বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাসুম হাওলাদার, বাগেরহাট : বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের নুর মসজিদ এলাকায় নিজস্ব মাঠে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রধান শিক্ষক শংকর কুমার ঢালী, সিনিয়র শিক্ষক আমির আলী শেখ, নিগার সুলতানা লিমা, তাওশিক তাজ, বুলবুল কবিরসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, ব্যাঙ লাফ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরগ লড়াই, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ ও সাইকেলিংসহ নানা ইভেন্টে অংশ নেয়। পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল সুরের তালে চেয়ার বসা এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
বিআলো/আমিনা



