বাঘমারায় শীতার্তদের মধ্যে জেলা পরিষদের কম্বল বিতরণ
dailybangla
07th Jan 2025 10:29 pm | অনলাইন সংস্করণ
নজরুল ইসলাম জুলু, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘমারা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।
৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১২:৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৩৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ