বাজারে এলো মানবাকৃতির রোবট ‘নিও’
dailybangla
01st Nov 2025 11:52 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন অগ্রগতি হিসেবে মানব আকৃতির রোবট ‘নিও’ বানিয়েছে যুক্তরাষ্ট্র ও নরওয়েজিয়ান প্রতিষ্ঠান ওয়ান এক্স টেকনোলজিস। প্রায় ২৫ লাখ টাকা দামের এই রোবট ইতোমধ্যে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনার জন্ম দিয়েছে।
৩০ কেজি ওজনের রোবটটি ৬৮ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে। গৃহস্থালি কাজে সহায়তা ছাড়াও কথা বলা, রান্না করা ও বাজারের ব্যাগ বহনের মতো কাজও করতে পারে এটি।
রোবটটির শব্দসীমা মাত্র ২২ ডেসিবল- যা ফ্রিজের শব্দের চেয়েও কম। এতে রয়েছে ২২ ডিগ্রি ঘূর্ণায়মান বাহু, নিজস্ব টেন্ডন ড্রাইভ সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই ও ৫জি সুবিধা। বুকে ও পেলভিসে তিনটি স্পিকার সংযুক্ত থাকায় এটি বিনোদন ডিভাইস হিসেবেও কাজ করতে পারে।
গবেষকদের দাবি, বাজারে এটি বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে এবং ভবিষ্যতে ঘরের কাজেও হিউম্যানয়েড রোবট ব্যাপক জনপ্রিয় হবে।
বিআলো/শিলি



