বাড়ির উঠানে ঘুরছিল ৩ মেছোবাঘের শাবক, সঙ্গে তাদের মা
মাহামুদুল হাসান: বাড়ির উঠানে ঘুরছিল ৩ মেছোবাঘের শাবক। সঙ্গে ছিলেন তাদের মা। মঙ্গলবার (৪ মার্চ) বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লাবাড়ির উঠান থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়। বিলুপ্তির মুখে থাকা এই ভিন্ন প্রজাতির হিংস্র বিড়ালের দেখা মেলে কুমিল্লার বরুড়ায়।
স্থানীয় মোল্লা মোমরেজ বলেন, ‘নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকালের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছোবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে যায়। পরে স্থানীয় ছেলেরা ধরতে গেলে বড় মেছোবাঘটি পালিয়ে যায়। কিন্তু শাবকগুলোকে আটক করে জনতা। এখন সেগুলো হাশেম মাস্টারের ঘরে খাঁচায় রাখা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। তারা মেছোবাঘের শাবকগুলো উদ্ধার করে আনবে আজই। পরে তা আমরা উপযুক্ত জায়গা দেখে অবমুক্ত করবো।’
তিনি আরও বলেন, ‘এগুলো বিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন দেখা যায় না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস-মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে তারা লোকালয়ে বেরিয়ে পড়ে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির।’
বিআলো/তুরাগ