• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাবার সঙ্গে বসে এইচএসসি পাস, ইতিহাস রচনা করলেন হালিমা খাতুন 

     dailybangla 
    18th Oct 2025 10:54 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: শিক্ষার কোনো বয়স নেই- এই সত্যটি নতুন করে প্রমাণ করলেন নাটোরের লালপুরের আব্দুল হান্নান। ২৫ বছর পর ফের পড়ার টেবিলে ফিরে এসে এবার মেয়ের সঙ্গে একসঙ্গে এইচএসসি পাস করেছেন তিনি। এই বিরল ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, প্রশংসায় ভাসছেন বাবা-মেয়ে দুজনই।

    নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন- দুজনই পৃথক কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

    ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে জড়িয়ে পড়েন আব্দুল হান্নান। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। তখন মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি আলোচনায় আসে, প্রশংসিত হন তিনি।

    এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন, আর তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। ফলাফলে দুজনই সফল।

    হালিমা বলেন, ‘বাবার পড়ার আগ্রহ আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমরা দুজনই চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।’

    বর্তমানে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার চালাচ্ছেন আব্দুল হান্নান। তার অদম্য মনোবল ও শিক্ষার প্রতি ভালোবাসা এখন স্থানীয় সমাজে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

    লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আব্দুল হান্নান প্রমাণ করেছেন, শেখার কোনো শেষ নেই। তিনি সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রয়োজনে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031