বাবুগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামের মাঝিবাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কুয়েতপ্রবাসী স্ত্রী আফরোজা আক্তার (২৩), তার মা হালিমা বেগম (৬৫) ও প্রতিবেশী ছাত্রদল নেতা মো. সাকিবুল হাসান (২১)। আফরোজা ও সাকিবুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর হালিমা বেগম চিকিৎসা নিয়েছেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভুক্তভোগী আফরোজা জানান, তাদের ভোগদখলীয় জমি থেকে প্রতিবেশীরা জোরপূর্বক মাটি নেওয়ার চেষ্টা করলে তার মা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম (২১), আকলিমা (৫০), ইউসুফ দুয়ারী (৪৫), সরোয়ার দুয়ারী (৩০), মুন্নি (৩০)সহ আরও কয়েকজন একযোগে তাদের ওপর হামলা চালায়। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা হলেও আমাকে পেটে ও মুখে আঘাত করে, অভিযোগ করেন আফরোজা।
আহত সাকিবুল জানান, ঘটনার খবর পেয়ে সেখানে গেলে আমাকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে আমি অচেতন হয়ে পড়ি।
বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/এফএইচএস