বাবুগঞ্জে নবাগত ইউএনও’র সাথে উপজেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
dailybangla
10th Dec 2024 11:36 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে উপজেলা ছাত্রদলের একাংশের নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদকে ছাত্রদলের নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি আপনাদের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে কাজ করতে চাই সে ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন।
এ সময় উপজেলা প্রশাসন ও ছাত্রদলকে সকল প্রকার ভাল কাজের সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন।