বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে কনস্টেবলসহ আহত ৩
বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল মো. ইমরান, স্থানীয় মাদক কারবারি সাগর (২৭) ও তার সহযোগী শাওন (২৫)। তিনজনকেই গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, দারোগারহাট এলাকার হারুন খাঁর ফার্মের বাগানে মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় স্থানীয় মাদক কারবারি সাগর ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। মাদক কারবারিদের চাকুর আঘাতে কনস্টেবল ইমরানের বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়।
সংঘর্ষের একপর্যায়ে সাগর ও শাওনও আহত হন এবং পরবর্তীতে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
ডিবি পরিদর্শক জানান, হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হামলার ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিআলো/এফএইচএস