বার অ্যান্ড অ্যাসোসিয়েটসের হতবাক করা পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ সারাবিশ্বের অনেক দেশের রাজধানীগুলোতে যানযট দেখা যায়। ঢাকা শহর তার মধ্যে একটি। ঢাকা শহর যানযট নিয়ন্ত্রণ, সৌন্দর্য্য বর্ধন এবং কার্বন কমিয়ে অক্সিজেন বৃদ্ধির জন্য বার অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা বখতিয়ার আহমেদ রনী এক হতবাক করা পদক্ষেপ নিয়েছেন।
তিনি রোডকনের মাধ্যমে যানযট নিরসন এবং একই রোডকনের মাধ্যমে বৃক্ষরোপণ করে অক্সিজেন বৃদ্ধি ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করার সম্পূর্ণ পরিকল্পনা শেষ করেন। সে মোতাবেক বাস্তবায়ন করার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেন।
তিনি বলেন, দায়িত্ব এবং ক্ষমতা পেলে ৭ দিন আর শুধু দায়িত্ব পেলে ৩০ (ত্রিশ) দিনে ঢাকা শহরের চেহারা পরিবর্তন করে দেওয়া যাবে। অর্থ যোগানের প্রয়োজন হবে না। এটা হবে পুরো বিশ্বকে হতবাক করে দেওয়ার মতো একটি পরিকল্পনা।
সরকারের কাছে কোনো প্রত্যাশা রয়েছে কিনা এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, শুধু অনুমতি ব্যতীত আর কিছুই না। তবে যিনি অনুমতি দিবেন, তিনি যদি অনুমতি পাবার অপেক্ষায় থাকেন, তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না। আমি অপেক্ষায় আছি বিষয়গুলো বুঝার জন্য।
বিআলো/তুরাগ