বিইউএফটির নতুন চেয়ারম্যান ফারুক হাসান
dailybangla
25th Oct 2024 10:49 pm | অনলাইন সংস্করণ
অর্থনৈতিক প্রতিবেদক: বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক হাসান।
তিনি বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য, বিজিএমইএর সাবেক সভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বিইউএফটির ৫৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
ফারুক হাসানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা এবং শিল্প খাতের সঙ্গে আরো নিবিড় সংযোগ স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে।
বিআলো/তুরাগ