• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    বিএনপিতে সুবিধাভোগী চাঁদাবাজদের কোনো স্থান নেই: ইকবাল হোসেন 

     dailybangla 
    14th Oct 2024 10:38 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: বিএনপিতে সুবিধাভোগী চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি কিংবা আমার নাম ভাঙ্গিয়ে কেউ দখলবাজি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য ভুক্তভোগীদের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন।

    তিনি বলেন, কেউ চাঁদাবাজি দখলবাজি করে থাকলেও সময় থাকতে তা ছেড়ে দিয়ে কর্ম করে খাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। চাঁদাবাজি দখলবাজি আমি পছন্দ করি না। কেউ করলেও তার সত্যতা পেলে কঠোর হস্তে দমন করা হবে।

    ইকবাল হোসেন বলেন, রাজনীতি করতে গিয়ে মেহনতি মানুষের ন্যায্য দাবির কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সরকার আমার নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, বাড়ি ঘরে ঘুমাতে পারিনি। বারবার কারাবরণ করতে হয়েছে তবুও নীতি-আদর্শ থেকে স্বৈরাচারী সরকার বিচ্যুতি ঘটাতে পারেনি।

    গত শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে তার দলীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদেরকে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির নামে যারা চাঁদাবাজি দখলবাজি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহি- নীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। মহাসড়কের শিমরাইল মোড়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও সিএনজি চালকদের কাছে কেউ চাঁদা দাবি করলে তাকে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার জন্য কঠোরভাবে বলে এসেছি।

    শিমরাইল ট্রাক টার্মিনাল ও আদমজী ইপিজেড ও সাইনবোর্ড (ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড) এলাকাও বিএনপির ব্যানারে চাঁদাবাজির খবর পাচ্ছি বলে ইকবাল হোসেন স্বীকার করে বলেন, আমি ও আমার কোনো লোকজন সাইনবোর্ড শিমরাইল ট্রাক টার্মিনাল এবং আদমজী ইপিজেডের সঙ্গে জড়িত নই। বিএনপির যত বড় নেতাই হোক না কেন দখলবাজি চাঁদাবাজির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি করেছেন। পাশাপাশি চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031