• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল: রুহুল কবির রিজভী 

     dailybangla 
    13th Aug 2025 2:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে রিজভী বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। “তার ওপর কেউ হামলা করেনি, বরং তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, বিশেষ উদ্দেশ্য নিয়েই এসব করা হচ্ছে,” বলেন তিনি।

    রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, যত বড় অপরাধীই হোক, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশে মব কালচারের সুযোগ নিয়ে অনেকেই ফায়দা লুটছে, আর সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই।

    অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে প্রায় দুই হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হলেও, পদ্মা ব্যাংকে রূপান্তরের পর সেই অর্থের কোনো হদিস নেই। “লুটপাটের এই টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হতে হবে,” দাবি তার।

    পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভিত্তিক নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “বাংলাদেশ এখনো এর জন্য প্রস্তুত নয়। উন্নত দেশগুলোর পর্যায়ে আমরা যেতে পারিনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতি টেকসই নয়। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।”

    তিনি আরও জানান, দলের বা অঙ্গসংগঠনের নামে অপরাধে জড়িত কারও বিরুদ্ধে বিএনপি তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031