বিএনপির ৮০ শতাংশ সমর্থকের দাবিতে প্রার্থী হয়েছি: রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে। দলীয় সমর্থকদের প্রত্যাশা ও তৃণমূলের দাবিকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির বিদ্রোহী নেতা মো. রেজাউল করিম। তার দাবি, বিএনপির প্রায় ৮০ শতাংশ সমর্থকের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ‘ঘোড়া’ প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, অতীতে তিনি নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সে সময় এলাকায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত ছিল না, সেগুলোকে এমপিওভুক্ত করার জন্য তিনি কার্যকর উদ্যোগ নিয়েছিলেন বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি কখনো প্রতিশোধপরায়ণ ছিল না। আমরা কোনো অন্যায় বা অত্যাচারকে প্রশ্রয় দিইনি। মানুষের ভালোবাসা ও আস্থার কারণেই আজ আবারও নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি।”
নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে রেজাউল করিম বলেন, “আপনারা দোয়া করবেন—যেন বিপুল ভোটে জয়লাভ করে আবারও বিএনপিকে এই গুরুত্বপূর্ণ আসনটি উপহার দিতে পারি।”
এ সময় তার অনুসারী স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং প্রার্থিতা ঘোষণাকে স্বাগত জানান।
বিআলো/তুরাগ



