• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    বিএনপি আমার জীবনের শেষ রাজনৈতিক ঠিকানা: এড. তাইফুল ইসলাম টিপু 

     dailybangla 
    06th Dec 2024 7:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: লালপুর ও বাগিতাপাড়ায় কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক এড.তাইফুল ইসলাম টিপু।

    শুক্রবার নাটোর জেলা লালপুর উপজেলা ধুপইল বাজারে বিকালে ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এ সময় তাইফুল ইসলাম টিপু বলেন, বিএনপি গণমানুষের দল। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এই দলের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেব না।

    নিজেকে খালেদা জিয়ার সৈনিক দাবি করে এই নেতা বলেন, আমি সব সময় লালপুর ও বাগিতাপাড়ার মানুষের সঙ্গে আছি।

    অনেকেই দলকে বিতর্কিত করেছেন অভিযোগ করে টিপু আরও বলেন, আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এই মাটিতে জন্মেছি, এই মাটিতে মরব সুতরাং যারা সুবিধাবাদী তারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে তা হবে না, তা হবেনা।

    টিপু বলেন, অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেইসব কথা ভুলতে পারিনা।’

    আপনারা জানেন, আমি ছাত্রাবস্থায় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি এবং আমৃত্যু থাকব, এটাই হবে আমার জীবনের শেষ রাজনৈতিক ঠিকানা।

    তিনি বলেন, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী আপষহীন দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবি আজ গ্রামে গঞ্জে, শহরে-শহরে ছড়িয়ে পড়েছে। এই দাবি আজ জনতার দাবিতে রূপ নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা আজ পালিয়ে গেছে।

    আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন লালপুর ও বাগিতাপাড়ায় একজন আওয়ামীলীগের নেতাকর্মীর উপর হামলা হয়নি। বিএনপি মামলা- হামলায় বিশ্বাস করেনা। পলাতক হাসিনার উস্কানিতে পা দিয়ে ষড়যন্ত্র না করার হুশিয়ার দিয়ে টিপু বলেন ষড়যন্ত্র করলে বিএনপি কিন্তু দাঁতভাঙা জবাব দিবে।

    ষড়যন্ত্রকারীদের সাবধান করে টিপু আরও বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তার দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রেখে গেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। এ কারণেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী এই গণসংযোগ চলছে।

    অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে টিপু বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাদের বিরুদ্ধে সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

    ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার মৃধার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষকদলের সাবেক সভাপতি শ্রী যুক্ত বাবু রঞ্জিত সরকার সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031