• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়: সাবেক মন্ত্রী পুত্র 

     dailybangla 
    30th Jul 2025 8:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এই বর্ষপূর্তিকে স্বাগত জানিয়ে আগামী পাঁচ আগস্ট মতলব উত্তরে একটি বিজয় মিছিল হবে।
    বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে ২৪’এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত আগামী ৫ আগস্ট, ২০২৫ এর বিজয় মিছিল বাস্তবায়নে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। অধ্যাপক তানভীর হুদা বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, ভদ্র মানুষের দল, শান্তিপ্রিয় মানুষের দল। তিনি আরও বলেন, নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ সংস্কারের প্রয়োজন হবে না। আমাদের নেতা তারেক রহমানকে অনুসরণ করুন, অনুকরণ করুন। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিচ্ছেন। তার নিজস্ব ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা (টিআরআই) রয়েছে, যার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের সমস্ত খবরাখবর রাখেন। তানভীর হুদা বলেন, বিএনপির নেতাকর্মীদের সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় নেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন, তা সবাইকে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আমি তানভীর হুদা মতলবের রাজনীতি করি সাধারণ মানুষের উপর ভরসা করে। এই জনভিত্তিই আমার সবচেয়ে বড় শক্তি, সাধারণ মানুষের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি।

    আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা কাদির খান, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি আবুল বাসার ছগির, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবুল বাসার জগলু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম।
    বক্তারা ৫ আগস্টের ঐতিহাসিক ছেংগারচর বাজারে বিজয় মিছিল সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930