বিএনপি গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না: এবিএম মোশাররফ হোসেন
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: গত সরকার মানুষ গুম ও খুন করেছে এবং সেই সঙ্গে টাকা চুরি করে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। সে কারণে দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
শনিবার বিকেলে উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাঙ্গাবালী উপজেলা বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, বিএনপি গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মোস্তাক আহমেদ পিনু, জাফরুজ্জামান খোকন, অ্যাড. মজিবর রহমান টোটন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন হাওলাদার প্রমুখ।
বিআলো/তুরাগ