বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে মোস্তাফিজুর রহমান: চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বের কারণে বিএনপি ত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, দেশের গণতন্ত্র রক্ষা করতে নব্য স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ে সক্রিয় হতে হবে।
“জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দল আমাদের জনসভায় মানুষকে আসতে বাধা দিচ্ছে,” বলেছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এই নব্য স্বৈরাচারকে উৎখাত করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নামছে।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরও বলেন, “আমি নিজে বিএনপির রাজনীতি করেছি। ৫ই আগস্টের পরে দলটির অব্যাহত চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বের কারণে পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। তারেক রহমান বারবার সতর্ক করলেও তার দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই যে দলের কর্মীরা এখনই নেতার আদেশ মানে না, তাদের দ্বারা আগামীর বাংলাদেশ নিরাপদ হতে পারে না।”
বুধবার সন্ধ্যা ৬টায় চরমোন্তাজ স্লুইজ বাজার সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প মাঠে আয়োজিত সমাবেশে সকাল থেকেই ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সমবেত হন। নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রায় আট সহস্রাধিক নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোন্তাজ ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ফরাজী এবং সঞ্চালনা করেন শাখার সভাপতি ডা: মনিরুজ্জামান (মনির)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন পরিচালনা কমিটি পটুয়াখালী ও চেয়ারম্যান ডাবলুগঞ্জ ইউনিয়ন হযরত মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জিহাদী, আহ্বায়ক ও সভাপতি হযরত মাওলানা মোঃ আনিসুর রহমান, হা: মোঃ আবুল হাসান, হা: মোঃ হাফিজুর রহমান, মোঃ ইউসুফ মুন্সী জয়েন, হা: মোঃ হাসান মাহমুদ, ইসলামি আন্দোলন চরমোন্তাজ ইউনিয়ন শাখার অন্যান্য সদস্য ও নেতা-কর্মী।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে সরব হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোন্তাজ ইউনিয়ন এই গণসমাবেশের আয়োজন করেছে।
বিআলো/তুরাগ



