• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিগ বি-র আসন দখল নিচ্ছেন ঐশ্বরিয়া 

     dailybangla 
    12th Mar 2025 5:42 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: কেউ ছাড়তে চাইছেন না তাকে। কিন্তু এবার যে যেতে হবে। গুঞ্জন উঠেছে- ২৫ বছর ধরে চলা প্রশ্নোত্তরের অনুষ্ঠান থেকে সত্যিই নাকি অবসর নিতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

    সামাজিকমাধ্যমে বেশ কিছু দিন ধরেই ‘বিগ বি’ বেসুরো বাজছেন। তিনি নাকি কাজ থেকে অব্যাহতি চাইছেন। এ রকম আভাস তার সামাজিকমাধ্যমের লেখায় পাওয়া যায়। তাই অনুরাগীদের মনখারাপ। সামাজিকমাধ্যমে মন্তব্যের পর মন্তব্য।

    বলিউড ‘শাহেনশাহ’ এক পা পিছিয়েছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, জরা গ্রাস করছে ক্রমশ। আগের মতো আর সংলাপ মনে রাখতে পারছেন না। শরীরও সঙ্গ দিচ্ছে না তাকে। ৮২ বছরে এসে অবশেষে ‘বাগবান’ বৃদ্ধ হলেন? ‘রাগী যুবক’-এর তকমা সরিয়ে ‘বর্ষীয়ান’ শব্দ বসবে তার নামের আগে?

    অমিতাভ এখন পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে নাকি এমনই গুঞ্জন। অনুষ্ঠানের ১৫তম পর্বেই আবেগঘন বিদায় জানিয়েছিলেন ‘বিগ বি’। টেলিভিশন চ্যানেলের কর্তাকে অনুরোধ জানিয়েছিলেন, তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজনেও দেখা যাচ্ছে অমিতাভকে। কিন্তু এটাই নাকি তার শেষ পর্ব।

    এ-ও শোনা যাচ্ছে, তার ছেড়ে যাওয়া ‘হট সিট’-এ নাকি শাহরুখ খান বা ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে আগ্রহী টিম ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রসঙ্গত প্রথম জন অমিতাভের পরিবারের ‘বড় ছেলে’র সম্মান পান।

    আজ থেকে ২৫ বছর আগে এই রিয়্যালিটি শোর মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন অমিতাভ। তখন তিনি ৫৭। কথিত, সেই সময় নাকি প্রচণ্ড অর্থাভাবে জর্জরিত ছিলেন তিনি। একের পর এক সিনেমা ব্যর্থ। দেনার দায়ে বাড়ি বিক্রির মতো অবস্থা। অসহায় অমিতাভ এক প্রকার বাধ্য হয়েই খড়কুটো আঁকড়ে ধরার মতোই আপন করে নিয়েছিলেন এই শো।

    রিয়্যালিটি শোটি যেমন অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায়, একইভাবে অভিনেতার দিন ফেরে এই শোর বদৌলতেই। একাধিক জায়গায় তিনি জানিয়েছেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তার দ্বিতীয় সংসার। সেই সংসার ছেড়ে বানপ্রস্থে যাওয়া কি এতই সহজ? অমিতাভের চোখও নিশ্চয়ই ঝাপসা হচ্ছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031