‘বিগ বেন’ টাওয়ারে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ব্রিটিশ যুবক
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের ‘বিগ বেন’ টাওয়ারে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন এক ব্রিটিশ যুবক। ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেফতারের প্রতিবাদে বিগ বেনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের চূড়ায় পতাকা উড়িয়ে দেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদন মতে, শনিবার (৮ মার্চ) স্থানীয় সময় সকালে ফিলিস্তিনের পতাকা ও ঐতিহ্যবাহী কেফিয়াহ হাতে টাওয়ার বেয়ে উঠতে শুরু করেন তিনি।
জুতা খুলে ফেলায় রক্তাক্ত হয়ে পড়ে পা। সেই অবস্থাতেও ফিলিস্তিনের মুক্তির দাবিতে, ইসরাইলবিরোধী স্লোগান দিতে থাকেন তিনি। পতাকায় লেখা ছিল ‘বয়কট ইসরাইল’।
তাকে নামানোর জন্য ক্রেন নিয়ে অভিযান শুরু করে জরুরি বিভাগ। কিন্তু কাউকে কাছে ঘেষতে দিচ্ছিলেন না তিনি। কাছাকাছি এলে আরও ওপরে ওঠার হুমকিও দেন।
১৬ ঘণ্টা পর নিচে নামিয়ে আটক করা হয় তাকে। এ ঘটনার জেরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং ব্রিটিশ পার্লামেন্ট ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
রোববার (৯ মার্চ) পুলিশ এ ঘটনা নিশ্চিত করে। তবে তার পরিচয় জানানো হয়নি। পুলিশ বলেছে, ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আমরা ফায়ার ব্রিগেডসহ অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োজিত করি। যাতে এ ঘটনার যত দ্রুত সম্ভব ইতি টানা যায়, জীবনের ঝুঁকি কমিয়ে আনা যায়।’
বিআলো/শিলি