বিচ্ছেদের খবর নিয়ে মুখ খুললেন বিন্দু
dailybangla
22nd Dec 2025 1:23 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: বিয়ের প্রায় এক দশক পর বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২০২২ সালেই আনুষ্ঠানিকভাবে সংসার ভেঙেছে বলে জানান তিনি।
সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে মুখ খুলেন বিন্দু। জানান, ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করলেও ২০১৭ সাল থেকেই আলাদা থাকছিলেন তারা।
বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাননি বলেই অনেকে এখনো তাকে বিবাহিত মনে করেন। তিনি বলেন, সংসারের পথচলা ছিল ছোট, তবে বিচ্ছেদের আগে দীর্ঘ সময়ের দূরত্ব ছিল।
বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তিনি বলেন, কখনো বড় ঘটনা লাগে, আবার কখনো খুব বেশি কারণেরও প্রয়োজন হয় না।
সবশেষ তাকে দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ, যেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ।
বিআলো/শিলি



