বিজয়নগরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
মাইনুদ্দীন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চরইসলামপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে তার মাদ্রাসায় অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের মুখোশ খুলতে বাধ্য করার অভিযোগ তুলেছেন তারই মাদ্রাসার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মাদ্রাসা মাঠে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির ছাত্র- ছাত্রীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক ছাত্রীদের সঙ্গে তার আচরণ শিক্ষকসুলভ ছিল না। বরং ছিল অস্বস্তিকর। ছাত্রীদের ক্রমাগত উত্ত্যক্ত করে যেতেন। যার কারণে মেয়ে শিক্ষার্থীরা তার কক্ষে একা যেতে সাহস করতেন না। প্রতিষ্ঠানের কোনো শিক্ষক তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলেই তাকে কারণ দর্শানোর নোটিশসহ নানা ধরনের মানসিক অত্যাচার শুরু করতো। এখানেই শেষ নয় অভিযোগ রয়েছে কর্মচারী নিয়োগে দুর্নীতির। তাছাড়া ছাত্র-ছাত্রীদের কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। এসব কারণে শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে মানববন্ধন করেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ওয়াসিম এবং শিক্ষক প্রতিনিধিরা অভিযোগ দায়ের করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রহমান, নূরে আলম, আক্তার হোসেনসহ প্রতিষ্ঠাতা সদস্যের সন্তান সোহাগ মিয়া, বিশিষ্ট সালিশ কারক আলী আহমদ, মেম্বার হাজী আবুল কালাম, সাবেক শিক্ষার্থী মো. মাসুক এবং সাইদুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান প্রধান আলমগীর হোসেন অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আল মামুন বলেন, মানববন্ধনের বিষয়টি বিকেলে জেনেছি। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া আছে। অভিযোগের তদন্ত চলমান আছে। তদন্ত রিপোর্টের পর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ