• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিজয়নগরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

     dailybangla 
    20th Aug 2025 3:36 pm  |  অনলাইন সংস্করণ

    মাইনুদ্দীন রুবেল,বিজয়নগর:ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন স্থানীয়রা। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বুধবার দুপুরে বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এই অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে সীমানা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন, ইমাম হোসেন, গিয়াসউদ্দিন মুন্সি, ডাঃ রফিকুল ইসলাম, জাবেদ জয়, জামাত নেতা শিহাব উদ্দিন, হেফাজত নেতা মাওলানা আফজাল, রাস্টু সরকার, মাহবুব আলম, হাবিবুর রহমান মনির, গোলাম জহির, সাইফুল ইসলাম আনন্দ, মিয়া রাসেল, ইঞ্জিনিয়ার এনামুল ইসলাম, রতন মোল্লা, সাঈদ খন্দকার’ কাসেম কিবরিয়া, নূরুল হক নিয়াজ, সোহাগ খন্দকার, কাজী মিজানুর রহমান, আব্দুল কাদির, রিপন মিয়া’সহ উপজেলা বিএনপি, হেফাজত, এনসিপি, জামাত’সহ সর্বস্থরের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে। আগের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা বহাল রাখার দাবি জানান তারা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ অগাস্ট পর্যন্ত অভিযোগ জানানোর সুযোগ ছিল। আগের মতো একই আসনে থাকার জন্য ইসি বরাবর কয়েকটি আবেদন জানিয়েছে উপজেলার সর্বস্ত্ররের জণগন। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।খসড়া তালিকায় বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ইউনিয়নগুলো হলো- বুধন্তী, চান্দুরা ও হরষপুর। ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্দোলনকারীরা। বিক্ষোভে দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় ঐক্য পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930