বিজয় দিবসে মাধবপাশা ইউনিয়নে বিএনপির কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: গত সোমবার ঐতিহাসিক ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে উদ্বোধন করা হয়েছে মাধবপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয়। মাধবপাশা ইউনিয়নের বিএনপির সংগ্রামী আহ্বায়ক ওহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও মাধবপাশা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সদস্য সচিব সালাউদ্দিন তালুকদার মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সুলতান আহমেদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এ সময়ে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা অতীতে যেভাবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ সরকারের পতনের দাবিতে, ভোট অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। ভবিষ্যতেও বিএনপির দিক নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকবে। এ সময় তিনি আরো বলেন, আমরা চাই বাবুগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতি হবে বাংলাদেশের মধ্যে এক অনন্য উদাহরণ সৃষ্টিকারী মডেল ।