বিল পদ্মায় সেতু না থাকায় দুর্ভোগ, সমাধানে মাদারীপুরে মানববন্ধন
dailybangla
10th Jun 2025 1:11 am | অনলাইন সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি: বিল পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৯ জুন) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর লক্ষ্মীপুর, কালিকাপুর ও ধুরাইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নদীর দুই পাড়ে শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চালাতে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হয়, যা বর্ষা মৌসুমে হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর বহুদিনের, তবে আজ পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি।
বিআলো/সবুজ