বিশ্বকাপ আয়োজন এখন রাষ্ট্রীয় ব্যাপার: ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিক বাস্তবতা বদলে যাওয়ার পর অনেক কিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। বাংলাদেশে সরকার পতনের আন্দোলনে সাম্প্রতিক সহিংসতার কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী ২০ আগস্ট এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে আইসিসির। এখন অবধি বিশ্বকাপ আয়োজনের অগ্রগতি কী? এ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী কালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশ্বকাপ আয়োজন এখন রাষ্ট্রীয় ব্যাপার বলে মনে করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল চলছে। আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। ’
‘সব কিছু বিবেচনায় এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনুস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’
ক্রিকেটের আরও একটি বিষয় আলোচনায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর মধ্যেই গুঞ্জন ছড়ায়, পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। তাহলে এরপর বিসিবি কীভাবে চলবে অথবা বড় কোনো পরিবর্তন আসবে কি না, তাও জানতে চাওয়া হয় ক্রীড়া উপদেষ্টার কাছে।
উত্তরে তিনি বলেন, ‘আমরা বলেছি আমরা সংস্কার করব সিষ্টেমের, ব্যক্তির না। সিষ্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল আসবে এটা সুনিশ্চিত। তবে বোর্ডের ব্যাপারে যেটা হলো গঠনতন্ত্র আছে যারা দায়িত্বে আসবে বা পাবে তাদেরকে গঠনতন্ত্র আরও গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি যে অনিয়ম, দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। অন্য ফেডারেশন যেগুলো আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা।’
বিআলো/শিলি