বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টানদের মহোৎসব ‘বড়দিন’
dailybangla
25th Dec 2025 2:52 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব ‘বড়দিন’ আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হচ্ছে।
খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন যিশুখ্রিষ্ট। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে গির্জাগুলো সাজানো হয়েছে আলো, ফুল ও ধর্মীয় প্রতীকে।
বাংলাদেশে বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি পরিবারকেন্দ্রিক আনন্দ, কেক ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করেছে খ্রিষ্টান পরিবারগুলো।
বড়দিন শান্তি, মানবপ্রেম ও সহনশীলতার বার্তা বহন করে; যিশুখ্রিষ্টের শিক্ষা অনুসরণে সমাজে মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করছেন ধর্মাবলম্বীরা।
বিআলো/শিলি



