বিসিসিবি ওমেন আয়োজিত পিঠা উৎসব
আলো ডেক্স: স্কারবোরো ভিলেজ রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হলো বিসিসিবি ওমেনের আয়োজিত এক আনন্দঘন পিঠা উৎসব। উৎসবে নারী, পুরুষ এবং ছোট শিশুদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানের মাধুর্য আরও বৃদ্ধি করেছে।
আয়োজনের শুভ সূচনা করেন বিসিসিবি এর প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ, সাথে ছিলেন সহ-প্রতিষ্ঠাতা সায়মা হাসান। খেলাধুলার আয়োজন পরিচালনা করেন অ্যাডমিন আফসানা জেরিন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানানো হলো অ্যাডমিন সাদিয়া মাহফুজকে। পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন লিড অ্যাডমিন তানিজা রেজা।
ছোট শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের জন্য ছিল উপহার। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হাই স্কুল ভলান্টিয়াররা বিজয়ীদের নির্বাচন করেন। সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হলো ইরহান, আরিবা, সাফওয়ানা, পারিসা এবং সামীরকে।
অনুষ্ঠানের সমাপনী অংশে ছিল র্যাফেল ড্র। TSS কালেকটিভের তানজিনাকে ধন্যবাদ প্রাইজ উপহার প্রদানের জন্য।
পিঠা উৎসবের সাফল্যের অন্যতম কারণ রাইসা আনজুম আপু, যিনি ১১ ধরনের মজাদার পিঠা তৈরি ও সময়মতো সরবরাহ করেন। দুপুরের খাবারের দায়িত্বে ছিলেন স্কারবোরোস্থ রেস্টুরেন্ট ঢাকা কিচেন, যেখানে পরিবেশন করা হয় পোলাউ, রোস্ট, কাবাব, মিক্সড সবজি ও সালাদ।
আপনাদের ভালোবাসায় সিক্ত বিসিসিবি ওমেন আশা করছে, ভবিষ্যতেও এমন অনুষ্ঠানগুলোতে সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
বিআলো/ইমরান



