বুবলীও আছেন ঈদে!
বিনোদন প্রতিবেদক: শুধু শাকিব খানের ‘তুফান’ সিনেমা নয়, ঈদের মুক্তির মিছিলে আছে
তার বর্তমান স্ত্রী নায়িকা বুবলীর সিনেমাও। বেশ কিছুদিন আগে শবনম বুবলী ও রোশান অভিনীত ও এমডি ইকবাল নির্মিত ‘রিভেঞ্জ’ সিনেমা এলো মুক্তির মিছিলে।
বুধবার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তা ছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’
সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন রোশান। বুবলী-রোশান ছাড়াও এতে মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত প্রমুখ অভিনয় করেছেন।
বিআলো/শিলি