বুয়েটে গভীর রাতে বিক্ষোভ: ধর্ষণ অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভে মুখর হয়ে ওঠে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর মঙ্গলবার রাত ৯টা থেকে ক্যাম্পাসে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ, যা গভীর রাত পর্যন্ত চলে।
এদিকে, আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা তার বিরুদ্ধেও ব্যবস্থা দাবি করেন। দুটি বিষয় একত্রে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ জানান, উপাচার্যের নির্দেশে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই তার বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, “স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই, তবে মামলা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।”
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে আছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাত ২টা পর্যন্ত চলা এ বিক্ষোভে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। তাঁরা অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিআলো/শিলি



