বৃক্ষরোপন ও আলোচনা সভা
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব পরিবেশ সপ্তাহ উপলক্ষ্যে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলাস্থিত ক্ষুদিরাম বসু (ইংরেজি মাধ্যম) বিদ্যালয়ে বিভিন্ন ফুল, ফল ও ঔষধি বৃক্ষের চাড়া লাগানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবী রাজীব ভট্টাচার্য্য, বিশেষ অতিথি সমাজসেবী চন্দ্র শেখর দেব ও বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য্য।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ্য সমীর রঞ্জন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অতিথিরা আলোচনা চক্রের সূচনা করেন।
স্বাগত ভাষন দেন বুনিয়াদী শিক্ষা দফতরের দায়িত্ব প্রাপ্ত কিচেন গার্ডেন এর পরমর্শদাতা তথা বিধান শিশু উদ্যানের রাজ্য কনভেনার মনোজ রায়। স্বাগত ভাষন শেষে বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশ বাচাও শীর্ষক নৃত্য পরিবেশন করে।
আলোচনা চক্রে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য্য ও সাংবাদিক সেবক ভট্টাচার্য্য। প্রসঙ্গত বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায়কে বুনিয়াদী শিক্ষা দফতর থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসাতে কিচেন গার্ডেন এর পরামর্শদাতা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।
বিআলো/শিলি