বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিশ্বজুড়ে শোক, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। এই শোক শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রবাসী বাংলাদেশিরাও তাদের নেতা হারানোর গম্ভীর বেদনা প্রকাশ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে বিএনপি ও প্রবাসী কমিউনিটির উদ্যোগে মরহুমার রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।
দেশের এই ক্রান্তিলগ্নে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে। ইউএই বিএনপির আওতাধীন বিভিন্ন প্রাদেশিক ও ইউনিট কমিটি দোয়া মাহফিল, স্মরণসভা ও শোকসভা আয়োজন করেছে।
গায়েবানা জানাজায় প্রবাসীরা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব বিএনপিকে আগামীর পথ দেখাবে। তারা আশাবাদ প্রকাশ করেন—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল পুনর্গঠিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবে।
জানাজার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
বিআলো/তুরাগ



