• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বৈরুতে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ পাঁচজন নিহত 

     dailybangla 
    24th Nov 2025 9:28 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দাহিয়েহ এলাকায় ইসরাইলের চালানো আকাশ হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ সামরিক কর্মকর্তা হাইথাম আলী আল-তাবতাবাইসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে। পরে হিজবুল্লাহও তাদের নেতার মৃত্যুর খবর স্বীকার করে।

    ইসরাইল জানায়, আল-তাবতাবাই হিজবুল্লাহর চিফ অব স্টাফ হিসেবে কৌশলগত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। আরব নিউজ তাকে সংগঠনটির দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘনবসতিপূর্ণ দাহিয়েহর একটি আবাসিক ভবনে চালানো ওই হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৮ জন।

    হিজবুল্লাহ বলেছে, এই হামলার মধ্য দিয়ে ইসরাইল একটি “গুরুতর সীমা” অতিক্রম করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই বৈরুতে ইসরাইলের এটাই প্রথম বড় হামলা।

    ইসরাইলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে, সীমান্তপথে অস্ত্র পাচার করছে এবং রকেট-ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোন উৎপাদন বাড়াচ্ছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তথ্যসূত্র: বিবিসি

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930