বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি ও মানববন্ধন
আবদুল বারী:বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড-এর দাবি বাস্তবায়নে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে গজারিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় দুইশত শিক্ষক অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন মুনসুর আলম টিপু, সাখাওয়াত হোসেন, আবু বক্কর, সালাহউদ্দিন মোল্লা, ফারজানা আক্তার, বিল্লাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া সহকারী শিক্ষক সালাহউদ্দিনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী সকল সহকারী শিক্ষক এখন ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি, অন্যান্য দপ্তর ও বিভাগের স্নাতক ডিগ্রিধারী ১০ম গ্রেডে বেতন পেয়ে থাকে তাই আমাদের ও ১০ম গ্রেড দিতে হবে। এটা আমাদের দাবি নয় এটা আমাদের ন্যয্য অধিকার। স্বাধীন দেশে এ রকম বৈষম্য থাকতে পারেনা। আমাদের দেশের লাখ লাখ শিক্ষকের ন্যায় সংগত অধিকারকে ১০ম গ্রেড প্রদান করে বর্তমান সরকার আমাদের আর্থসামাজিক ভাবে প্রতিষ্ঠিত করবে। এটাই আমরা আশা করি।
বিআলো/তুরাগ