• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বোয়ালমারীতে সুমন রাফি অসহায় মানুষের আস্থার প্রতীক 

     dailybangla 
    20th Jul 2025 5:09 pm  |  অনলাইন সংস্করণ
    মো: ওয়াহিদুজ্জামান মিয়া,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারীতে  সুমন রাফি অসহায় মানুষের আস্থার  প্রতীক হিসেবে প্রকাশ পেয়েছে। তিনি  দুঃস্থ-অসহায় দরিদ্রদের সহায়তা জন্য প্রায় দুই যুগ ধরে  কাজ করে যাচ্ছেন।  সুমন রাফি ২০০২ সাল থেকে বিভিন্ন ভাবে  দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা জন্য কাজ করে যাচ্ছে এছাড়া মুমূর্ষ রোগীকে রক্তদান,  মসজিদ, মাদ্রাসা,মন্দির, স্কুল, রাস্তা পাশে গাছ লাগানো,দরিদ্র রোগীকে ওষুধ কিনে দেওয়া, মেধাবী ছাত্র-ছাত্রীদের  বই কিনে দেওয়া, পঙ্গুদের হুইলচেয়ার কিনে দেওয়া, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এছাড়াও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।
    জানা যায়, সুমন রাফি ছাত্র জীবন থেকে  সমাজ ও মানুষের কল্যাণমূলক কাজে  জড়িত।  বোয়ালমারীতে কল্যাণমূলক  এমন কোনো কাজ নেই যেখানে সুমনের রাফির অংশগ্রহণ নেই। ক্ষুধার্ত  মানুষকে খাবার কিনে দেওয়া,মুমূর্ষ রোগীকে  রক্ত জোগাড় করে দেওয়া, অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত বিতরণ , মসজিদ,মাদ্রাসা,মন্দির  নির্মাণে সহযোগিতা, বিভিন্ন স্থানে-প্রতিষ্ঠানে গাছ লাগানো, গরিবের মাঝে কম্বল ও মাংস বিতরণ, দুস্থ মানুষদের সঙ্গে নিয়ে চিকিৎসা করানো, ঘর নির্মাণ, যুবকদের ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী-মানসিক রোগীদের সঙ্গে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই প্রদান, পাখিদের নীড়ের ব্যবস্থা, পশু-পাখিদের খাবার দেওয়া। হারানো শিশুদের উদ্ধারে সহায়তা, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন ধরনের কাজে তার অংশগ্রহণের দৃষ্টান্ত রয়েছে। আর এ সবকিছুই তার নিজ অর্থায়নে ও নিজ উদ্যোগে করা।
    এ প্রসঙ্গে সুমন রাফি বলেন, ‘মানবতার সেবায় আমি এসব কাজ করছি একেবারেই বিনাস্বার্থে।এ পর্যন্ত মুমূর্ষু রোগীকে প্রায় ৮০০০ ব্যাগ জোগাড় করে দিয়েছে,আমার দ্বারা  উপকারভোগী মানুষের  সংখ্যা প্রায় ৩০ হাজার।   সব ভালো কাজে অংশ নেওয়াটাই আমার লক্ষ্য। তিনি আরও বলেন,  মানবতার সেবায় কাজ করতে তিনি আনন্দ পান। এলাকায় যেখানেই মানুষ সুবিধা বঞ্চিত, সমাজের গরিব, অসহায়, দুস্থ, বিপদগ্রস্ত, পঙ্গু, প্রতিবন্ধীদের বিপদের কথা জানতে কথা জানতে পারি তখন ছুটে যায় বিপদগ্রস্ত মানুষের মাঝে। এমনকি আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রায় ২ যুগ  ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।  তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছেও বেশ পরিচিত। পুরো নাম মো. হেদায়েতুর রাফি সুমন। সবার কাছে পরিচিত সুমন রাফি নামে।তিনি জেলার বোয়ালমারী উপজেলা ছোলনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট।
    বি আলো/ইমরান
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930