ব্যবসায়ীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ: দোলন
নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানাতে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক অবস্থা কর্মসূচিতে হাজারো জনতার উপস্থিতিতে এ কথা বলেন, বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ী গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি ও বর্তমানে মার্কেটের প্রধান সমন্বয়ক এনামুল হক খান দোলন।
কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন মার্কেট কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী ইয়াকুব আলী, সহ-সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর রহমান বিউ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা বিগত সরকারের দুঃশাসনের সমালোচনা করেন। একই সাথে বর্তমান পরিস্থিতিতে কোন মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করত পারে সে বিষয় সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। যেকোন ধরণে চাঁদাবাজি ও দখলদারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বক্তারা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা। যেকোন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করা ও যেকোন আন্দোলনে অংশগ্রহণের জন্য প্রধান সমন্বয়ক দোলন সকলকে প্রস্তুত থাকারও অনুরোধ জানান।