ব্রাজিল উপকূলে নৌকায় মিলল ২০ গলিত মরদেহ
dailybangla
16th Apr 2024 3:43 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় এক নৌকা থেকে ২০টি গলিত লাশ পাওয়া গেছে। রবিবার দেশটির ফেডারেল পাবলিক মিনিস্ট্র জানায়, ১৩ এপ্রিল উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল ব্রাগাঙ্কা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায়, দুটি পৃথক তদন্ত টিম গঠন করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, লাশ পচে যাওয়ার কারণে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। নৌকাটিতে কতজন ছিল তাও জানা যায়নি এখনো।
নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।
কর্মকর্তারা ধারণা করছেন, নৌকায় গলিত মরদেহ থাকার কারণে বিষক্রিয়ায় অপরদের মৃত্যু ঘটেছে। তদন্তকারীদের ধারণা, মৃতরা ব্রাজিলের কেউ নন। তারা ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ। এছাড়া গত কয়েকদিনেও ব্রাজিলে এত মানুষ নিঁখোজ হওয়ার কোন সংবাদ দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।
বিআলো/শিলি