ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাঘী গ্রামের জয় সেন বাড়ির সামনের রাস্তার উপরে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে জালাল মিয়া (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জালাল বাঘী গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, জালাল আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোচ হতে নীল রঙের পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করে আলামতসহ তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানায় কর্মরত এসআই নুরে আলম, এএসআই জহির হোসেন, এএসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের হয়েছে।
বিআলো/তুরাগ