• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘কন্যা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

     dailybangla 
    12th Jan 2026 6:15 pm  |  অনলাইন সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘কন্যা’। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

    সোমবার (১২ জানুয়ারি) জেলা শহরের মেড্ডা শশানঘাট এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক করবী চক্রবর্তী বলেন, চলমান শীতে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনেক পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করতে পারে না। তাদের কষ্টের কথা ভেবেই ‘কন্যা’ এই উদ্যোগ গ্রহণ করেছে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ–এর আহ্বায়ক শামীম আহমেদ, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত কুমার রায়, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মোঃ বেলায়েত সরকার এবং জালাল উদ্দিন (সুমন)।

    সংগঠনটির সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ‘কন্যা’র মূল লক্ষ্য। ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ এবং সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ—বিশেষ করে নারীদের কল্যাণে—বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব শিফা চৌধুরী, গায়ত্রী রায়, মমতা দেবী, মাঙ্গলিকা দেবী, জয়া রায়, রুবি পাল, জয়শ্রী রায়, রত্না রাণী দাস, চুমকি চৌধুরী, শিলা বণিক, ছবি ভট্টাচার্য, মুন্না সাহা চিত্রা, অপরাজিতা দত্ত অপু, জুঁই চক্রবর্তী, জুই দেব রায়, সূবর্ণাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031