• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হলেন কেমি ব্যাডেনক 

     dailybangla 
    03rd Nov 2024 9:52 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী এই ব্যাডেনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    শনিবার (২ নভেম্বর) নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    ব্যাডেনক বলেন, তাদের দল বামপন্থী সরকারের মতো পরিচালনা করার কারণে রাজনৈতিক কেন্দ্র থেকে সরে গেছে। তাই এখন দলটির ঐতিহ্যবাহী আদর্শে ফিরে আসা উচিত।

    যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী নেতা হিসেবে ব্যাডেনক কাজ শুরু করবেন। তিনি সম্ভবত রাষ্ট্রের আকার ছোট করার নীতিকে সমর্থন করবেন ও তার মতে প্রতিষ্ঠানিক বামপন্থী চিন্তাকে চ্যালেঞ্জ করবেন।

    মাসব্যাপী নেতৃত্ব প্রতিযোগিতার চূড়ান্ত গণনার দিন সমর্থকদের তিনি বলেন, ‘সত্য বলার সময় এসেছে’। কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে পরাজিত হয়েছিল- সেসব প্রশ্নের জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    ব্যাডেনক আরও বলেন, ‘এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়।’

    ২০১৬ সালের মাঝামাঝি থেকে কনজারভেটিভদের পঞ্চম নেতা হলেন ব্যাডেনক। দলের ৫৩ হাজার ৮০৬ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিকের পক্ষে ভোট পড়েছে ৪১ হাজার ৩৮৮টি।

    ২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কনজারভেটিভ পার্টির কেউ কেউ সেই নির্বাচন জয় নিয়ে আবার ক্ষমতায় আসাব স্বপ্ন দেখছেন। তবে মধ্যপন্থী কনজারভেটিভরা বলছেন, ব্যাডেনকের অবস্থানের কারণে দলের মধ্যপন্থী অংশ এবং গত নির্বাচনে মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটরা কিছু ভোটার নিয়ে যেতে পারে।

    দলীয় সদস্যদের উদ্দেশে ব্যাডেনক বলেন, আমাদের সামনে কঠিন কিন্তু সহজ কাজটি দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দায়িত্ব হলো লেবার সরকারকে জবাবদিহি করা। আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আগামী কয়েক বছর ধরে সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031