ব্লুটুথ ও ওয়্যারলেস কিবোর্ড
নিউজ ডেস্ক: বাংলাদেশে নতুন দুটি মডেলের কিবোর্ড উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড এফোরটেক। মডেল দুটি যথাক্রমে এফবিকে২৭সি-এস ও এফবিকে৩৬সি-এস। কিবোর্ড দুটি ব্লুটুথ ও ২.৪ জি ওয়্যারলেস সংযোগ সমর্থন করে। কিবোর্ড দুটি ডুয়াল কানেক্টিভিটি সমর্থন করে। ফলে ব্লুটুথ ও ২.৪জি ওয়ারেন্টি সংযোগ একসঙ্গে ব্যবহার করা যায়। কম্প্যাক্ট ও ট্রেন্ডি ডিজাইনের কারণে দেখতে হালকা লাগে।
বিশেষ কিছু ফিচারের মধ্যে অপারেটিং সিস্টেম সোয়াপ, এক ক্লিকেই মোবাইল থেকে ল্যাপটপ স্ক্রিনে যাওয়া, ১২টি মাল্টিমিডিয়া কি ফাংশন ও অ্যান্টি স্লিপ মুড, যা ডিভাইস রেখে উঠে গেলে ব্যবহৃত ডিভাইসকে অটোমেটিক স্লিপ মুডে যাওয়া থেকে বিরত রাখে।
ন্যানো রিসিভারের সঙ্গে আছে উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, হারমনি ওএস কম্পাবিলিটি সুবিধা। বিক্রয়োত্তর সেবা এক বছর। ব্র্যান্ডের কিবোর্ড দুটি বিপণন করছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। তথ্য ও পরিষেবা পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, সব শাখা/ব্রাঞ্চ ও নির্বাচিত প্রদর্শনী কেন্দ্রে।
বিআলো/শিলি