গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার
dailybangla
13th Aug 2024 8:46 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, একজন লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। এরপর সেখানে গিয়ে সেনাবাহিনী জানতে পারে একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিলো। পরে তিনি ভয়ে টাকা রেখে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয়।
এ ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করেছি।’
বিআলো/শিলি