• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতীয় মিডিয়ার আচরন স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক: পররাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    30th Nov 2024 7:49 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুইটা দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক না, প্রতিবন্ধক। তারা কেন করছে, এটা তারা ভালো বলতে পারবে।

    শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

    তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়া; হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ংকরভাবে লেগে পড়ল। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি; এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টেও, এমনকি আমার এ দায়িত্ব নেয়ার পরেও আমি বলেছি।

    তিনি আরও বলেন, ফ্যাক্ট চেকে এটা কিন্তু প্রমাণিত যে, অনেকগুলো বক্তব্যই তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলোকে আমি মনে করি যে, আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, বেশি কভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভেতরের পেজে না। এটা আমি মনে করি, বলছি না অবশ্যই প্রথম পেজে দিবেন।

    উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।

    সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত, সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া ও প্রচলিত আইনে বিচার করা।

    সীমান্তে হত্যা বন্ধ করার বিষয়ে ভারতকে ভাবতে হবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা, যেটা নিয়ে আমি সব সময়ই শক্তভাবে বলেছি। যখন সামনাসামনি ভারতীয়দের সাথে দেখা হয়েছে, তখনও আমি তাদের বলেছি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা হচ্ছে। পৃথিবীতে আর কোথাও এটা নাই।

    তিনি আরও বলেন, আমি অসংখ্য দেশ ভ্রমণ করেছি। অনেক বর্ডার আমি পার হয়েছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ নাই। কাজেই ভারতকে এই জিনিসটা দেখতে হবে এবং এটা একটা শক্ত প্রতিবন্ধকতা, কিন্তু এটা খুব সহজে দূর করা সম্ভব।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐকমত্য দরকার।

    পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু জাতীয় ঐক্য। আমি ৩৩ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি। সবচেয়ে নীচের লেভেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে উপরের পোস্টে চাকরি করেছি। আপনারা জানেন সেটা। অবসর পরবর্তী ১১ বছরেও আমি কিন্তু বিভিন্ন ইস্যুর সঙ্গে যোগাযোগ রেখেছি। অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে, আমাদের জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে আছি।

    উপদেষ্টা আরও বলেন, আমি কোনো দলের কথা বলছি না। আমি বলছে যে দেখা গেছে, সরকারি দল কিছু একটা যদি বলেছে, সঙ্গে-সঙ্গে অপজিশন সেটার বিরোধিতা করেছে। বিবেচনায়ই নেয়নি, এটাতে আমাদের জাতীয় স্বার্থ আছে কি না। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে, সেখানে জাতীয় ঐক্যমত রাখতে হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031