• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন 

     dailybangla 
    31st Dec 2024 5:54 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (প্রয়াত) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি হাই কমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন।

    মঙ্গলবার ড. ইউনূস ঢাকায় ভারতীয় হাই কমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন। এদিকে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং আরো জানায়, এ সময় অধ্যাপক ইউনূস হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতির কথা তুলে ধরেন। মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখছেন প্রধান উপদেষ্টা।

    প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি (মনমোহন সিং) কতো সরল ছিলেন! কতো জ্ঞানী মানুষে ছিলেন! ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক দৈত্যে পরিণত করতে সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন। অধ্যাপক ইউনূস হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে তার স্মৃতির কথা তুলে ধরেন।

    মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031