• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯ 

     dailybangla 
    14th Jun 2025 8:41 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদ শহরের আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

    শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ২৬৫। এই হতাহতের নতুন হিসাব দুর্ঘটনাটিকে ২১শ শতাব্দীর অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে।

    এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যারা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন। বিমানটি বিধ্বস্ত হয়ে শহরের বিমানবন্দরের কাছাকাছি আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ায় মাটিতে আরও অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। সরকারি ভাবে মৃতের সংখ্যা তখনই চূড়ান্ত করা হবে, যখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানে থাকা ক্রু সদস্য ছিলেন ১২ জন।

    বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পর মাত্র ১০০ মিটার (প্রায় ৩৩০ ফুট) ওপরে উঠেই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি জরুরি সংকেত (মেডে কল) পাঠিয়েছিল।

    শুক্রবার ঘটনাস্থল থেকে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। অপর ব্ল্যাক বক্সটি খুঁজে পেতে এখনো কাজ করছে ফরেনসিক দল।

    যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এটি ৭৮৭ ড্রিমলাইনারের প্রথম বড় ধরনের দুর্ঘটনা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031