• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত ১৩ 

     dailybangla 
    19th Dec 2024 7:17 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা খেয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

    বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় আরব সাগরে এ দুর্ঘটনায় পড়ে ওই ফেরিটি। নৌবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

    অনলাইনে পোস্ট করা ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, স্পিডবোটটি ফেরিতে ধাক্কা দেয়ার আগে চক্কর দিচ্ছে। পরে ফেরিটি ডুবে যায়।

    ভারতীয় নৌ–সেনা বলেছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

    স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়া হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নৌসেনা উভয়ই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।

    বিবিসি জানিয়েছে, এলিফ্যান্টা গুহার কাছেই দুর্ঘটনার কবলে পড়ে স্পিডবোটটি। স্থানীয় মাছ ধরার নৌকা, নৌ–সেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়।

    মুম্বাই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও।

    এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930