ভারতে রসুলল্লাহ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ
আনিসুর রহমান, গৌরনদী: ইসলাম ও মুসলিম জাহানের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি করার প্রতিবাদে গৌরনদী ছাত্র-জনতার আয়োজনে শুক্রবার বাদ জুমা গৌরনদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে সমাবেশে সভাপত্বি করেন জিএম গ্রুপের সভাপতি ফকরুল আবেদীন তানভির।
প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা ছাত্র দলের সভাপতি মো. রুবেল মোগস্তা, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক মিজানুল ইসলাম, বরিশাল জেলা ছাত্র সমন্বয় শাহ জালাল হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা সভাপতি আরিফ গোমস্তা, ছাত্র শিবিরের উপজেলার সাবেক সভাপতি জুবায়ের ইসলাম, গৌরনদী ছাত্র সমাজের নেতা জাহিদুল ইসলাম জিসান ও রাকিবুল ইসলাম। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বাসস্ট্যান্ডের খতিব হাফেজ মো. ইসমাইল।
বিআলো/তুরাগ